তেতুলিয়ায় দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ ফেলে রেখেছে
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫ নং
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা মডেল থনা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে।
জানা গেছে, নিহত আল হাবিব উপজেলার একই ইউনিয়নের শিলাইকুঠি এলাকার বাসিন্দা ও আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি আল হাবিব।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর রাতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে জানাজানি হলে মানুষজন ছুটে আসে।
লাশটি ভাঙা টয়লেটের ছড়ানো ইটের ওপর পড়ে রয়েছে । গলায় নিজের গায়ের শার্ট পেঁচিয়ে । মাথার পেছনেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, আল হাবিবের বাবা আশরাফুল ইসলাম পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা ও গ্রাম পুলিশ আমাকে খবর দেয়। এর পর আমরা থানায় খবর দেই। পুলিশ এসে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ