কুমিল্লা-৭ আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্জি: সাখাওয়াত
ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা চান্দিনা।এর আয়তন ২০১.৯২ বর্গ কিলোমিটার যেখানে প্রায় পৌনে চার লক্ষ লোকের বসবাস। ইতিহাস,ঐতিহ্যে ঘেরা এই চান্দিনায় বসবাসকারী জনগণ অত্যন্ত সচেতন হিসেবে বিবেচিত হয়ে আসছে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এই উপজেলাটি।কে হতে যাচ্ছেন আগামী দিনে ধানের শীষের মনোনীত প্রার্থী-এই আলোচনায়ই এখন পুরো উপজেলা জুড়ে। এই আসনটিতে পরিপক্কতা,ক্লিন ইমেজ এবং ত্যাগ বিবেচনায় খুব জোড়ে-সোরে শোনা যাচ্ছে পেশাজীবী সংগঠনের নেতা এবং সাবেক ছাত্রনেতা ইঞ্জি:কাজী সাখাওয়াত হোসেনের নাম। বিএনপি'র তৃণমূল পর্যায় থেকে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য মতে, এখানে আরো দুই/ একজন প্রার্থী থাকলেও সাধারণ ভোটার এবং সমর্থকগণ নানান সময়ে তাদের কাঁদা ছোড়াছুড়িতে বিরক্ত।তাছাড়া অনেকের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের ফিরিস্তি।এমতাবস্থায় দলীয় অনেক নেতাকর্মী,সমর্থক এবং সাধারন ভোটারগন জানিয়েছেন এ আসনটি ধরে রাখতে হলে ক্লিন ইমেজ খ্যাত সাবেক ছাত্রনেতা এবং পেশাজীবী সংগঠনের নেতা ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের বিকল্প নেই। যোগাযোগ করা হলে ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন জানান,নবম শ্রেণীতে পড়া অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি')র সাথে সম্পৃক্ত হয়ে অদ্যাবধি দলের জন্য কাজ করে যাচ্ছি।তিনি বলেন, এই দলের জন্য কাজ করতে গিয়ে জেল,জলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছি।২৪ এর গণঅভ্যুত্থানে রাজপথে ছিলাম,অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।ডিবি পুলিশ কতৃক গ্রেপ্তার হয়েছি।দলের জন্য এখনো কাজ করে যাচ্ছি,সারা জীবনও ইনশাআল্লাহ করে যাবো।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমি মনেপ্রাণে বিশ্বাস করি দল আমাকেই মনোনয়ন দিবেন। কাজী সাখাওয়াত বলেন,চান্দিনার সর্বস্তরের জনগণ আমার সঙ্গে আছেন।জনপ্রতিনিধি হয়ে আমি তাদের খেদমত করতে চাই।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ