নাগেশ্বরীতে গাঁজা ও ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিঃ জাহিদ খান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মো. আলী হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ১নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আলী হোসেন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী এই অভিযান কুড়িগ্রাম জেলাজুড়ে নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ