লালমাইয়ে মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান করেন ইউএনও হিমাদ্রী খীসা।
লালমাই প্রতিনিধি
লালমাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন ব্যবসায়ীকে ৯৫০০০/(পঁচান্নব্বই হাজার টাকা) অর্থদন্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
৭আগস্ট (বৃহস্পতিবার) লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ এবং Over the counter ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক মজুদ ও বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী হাসান মেডিকেলকে ২০,০০০ টাকা, ফিরোজ মেডিকেলকে ২০,০০০ টাকা, ওসমান মেডিকেল হলকে ২০,০০০ টাকা, আনোয়ারা মেডিকেল হলকে ৩০,০০০ টাকা এবং ইসলামী মেডিকেল হলকে ৫,০০০ টাকা সহ সর্বমোট ৯৫০০০ (পঁচানব্বই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ঔষধ প্রশাসন কুমিল্লা সালমা সিদ্দিকা এবং লালমাই থানা পুলিশ।
এসময়ে তিনি বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ