সাংবাদিক তুহিন হত্যার আসামি কেটু মিজান সহ ৭-জন গ্রেপ্তার
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
৭ই আগস্ট, ২০২৫: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক অভিযানে চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত আসামি ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম এবং সরাসরি হামলায় জড়িত স্বাধীনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং র্যাব-১ এর একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে। এরপর শুক্রবার (৮ই আগস্ট) রাত থেকে শনিবার (৯ই আগস্ট) সকাল পর্যন্ত গাজীপুর মহানগরীর সালনা, হোতাপাড়া, ভবানীপুর এবং ঢাকার তুরাগ থানা এলাকায় পৃথক ও যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আল-আমিন, সুমন, শাহ জালাল এবং ফয়সাল হাসান।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে কেটু মিজান ও স্বাধীনকে ধারালো অস্ত্র হাতে তুহিনকে ধাওয়া ও হামলা করতে দেখা গেছে। ঘটনার সূত্রপাত হওয়া নারী গোলাপী বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি কেটু মিজানের স্ত্রী। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ একাধিক মামলার আসামি।
প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজের তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, একটি ‘হানি ট্র্যাপ’ বা নারীঘটিত ফাঁদের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় গোলাপী ও তার সহযোগীরা বাদশা নামের এক ব্যক্তিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। বাদশা বিষয়টি বুঝতে পেরে গোলাপীকে চড় মারলে কেটু মিজান, স্বাধীনসহ অন্যরা বাদশার ওপর হামলা চালায়। সাংবাদিক তুহিন এই সন্ত্রাসী হামলার দৃশ্য তার মোবাইল ফোনে ভিডিও করতে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ