বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: এডভোকেট শহিদুল ইসলাম
মোস্তফা কামাল মজুমদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আয়োজিত এক বিশাল সমাবেশ আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৩টায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ সংলগ্ন আমার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে এডভোকেট শহিদুল ইসলাম দাবি করেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কোনো লাভ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জামায়াতের কর্মীরা সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হলেও তাদের বিনাশ করা যায়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জামায়াত প্রমাণ করবে তারা আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তাঁর দাবি, জামায়াতে ভোট দিলে মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে নিরাপদে থাকবে, রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে।
প্রধান বক্তা ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন বলেন, জামায়াতে ইসলামী দেশে আইনের শাসন ও যাকাতভিত্তিক অর্থনীতি চালু করবে, যা ধনী-গরিবের বৈষম্য দূর করবে এবং শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও সু-চিকিৎসার নিশ্চয়তা প্রদান করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জননেতা লুৎফর রহমান। এ সময় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সভাপতি হারুনুর রশীদ, আশুলিয়া থানা সভাপতি অধ্যক্ষ বশির আহমেদ, সাভার থানা আমীর মো. আব্দুল কাদের, ঢাকা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান জিম প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ