গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপরও এক ভয়াবহ আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারক পরিষদের সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, সহ-সভাপতি আলী আজগর ইমন, যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, ছাব্বির আহমেদ সেন্টু, সহকারী মহাসচিব মোহাম্মদ নাজমুল হুদা, সরকার জামাল, প্রিয়াঙ্কা ইসলাম, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, আঃ ছবুর, অর্থ সচিব মোঃ সানবির হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার সচিব এ কে নান্নু খান, প্রশিক্ষণ সচিব শাহবুদ্দিন গোলদার, মহিলা বিষয়ক সচিব আমেনা আক্তার, রাবেয়া আক্তার সুইটি, আইন সচিব অ্যাডভোকেট মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ আতিকুল ইসলাম, লিটন মিয়া, মোঃ রাসেল মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সভাপতি আনিছুর রহমান প্রধান, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা মহানগর সভাপতি মোঃ শাহআলম স্বপন, সাধারণ সম্পাদক আহমেদ আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, রোকসানা আক্তার সুখি এরশাদউল্লা,মোঃসহিদুল ইসলাম জিএস মামুন প্রমুখ ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ