লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন ২০২৫
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলা প্রতিষ্ঠার ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৯টি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি হাসান বিন সফিক সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবু্ল্লাহ মজিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মেরাজ, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ফোরকান উদ্দিন মেহেদী, সদস্য হুমায়ুন কবির শরীফ, সদস্য ফরহাদ উদ্দিন, সদস্য জহিরুল ইসলাম তৌফিক সহ অনেকে। এ-সময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাকালীন কমিটিতে ৮ জন আহবায়ক ও ১০ জন সদস্য সচিব পদে প্রার্থীতা ঘোষণা করেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ