রাজধানীর নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেফতার
আতিকুর রহমান (ঢাকা)
রাজধানীর নিউ মার্কেট এলাকায় তিনটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৯ আগস্ট) রাতে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেটের তিনটি দোকান ও গুদামে হঠাৎ অভিযান চালানো হয়। অভিযানে সামুরাই, চাপাতি, ছুরি ও অন্যান্য প্রাণঘাতী ধারালো অস্ত্র মিলে মোট ১১০০টিরও বেশি উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র বিক্রয় ও মজুদের অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতায় ব্যবহার করার পরিকল্পনা ছিল।
গ্রেফতার ব্যক্তিদের নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেনাবাহিনীর সদস্যরা জানান, রাজধানীতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় রাজধানীবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ