কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও বা আধেয়ে ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। ব্যবহারকারীর কণ্ঠস্বর বা মুখাবয়ব এআই দিয়ে নকল করে আধেয় তৈরি করলে সেটি সম্পর্কে ইউটিউবে অভিযোগ জানানো যাবে। গত বৃহস্পতিবার এক কমিউনিটি ব্লগে এ ঘোষণা দিয়েছে ইউটিউব।
নকল আধেয় বা কনটেন্ট সম্পর্কে অভিযোগ জানাতে একটি অনলাইন রিপোর্টের ব্যবস্থা থাকবে। যাতে একটি ফরম পূরণ করতে হবে। সেই ফরমে ব্যবহারকারীকে তাঁর অভিযোগের বর্ণনা, প্রকৃতই তাঁর কণ্ঠ বা মুখাবয়ব নকল করা হয়েছে সেটির প্রমাণ এবং যিনি এই আধেয় ইউটিউবে প্রকাশ করেছেন, তাঁর বিস্তারিত তথ্য দিতে হবে। প্রাইভেসি কমপ্লেন নামের এ প্রক্রিয়ায় অভিযোগ জমা দেওয়ার পর ইউটিউব সেটি যাচাই করবে। যাচাইয়ের সময় প্রচলিত পদ্ধতিতে কিছু বিষয় সামনে রেখে আধেয়টি পর্যালোচনা করবে ইউটিউব। এতে যদি ব্যবহারকারীর অভিযোগ সত্য প্রমাণিত হয়; তবে সেই আধেয় ইউটিউব থেকে মুছে ফেলবে কর্তৃপক্ষ।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ