চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি' প্রতিপাদ্যে কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে এক যুব র্যালি বের হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবা ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ পরে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম আশরাফুল হক।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ