মনোহরগন্জ উপজেলার খালসমূহ প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে..!
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
জেলা প্রশাসন,কুমিল্লার নির্দেশনা অনুযায়ী খাল-বিল পরিষ্কারের অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলার খালসমূহ প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।
প্রথম ধাপে নাথেরপেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি প্রান্ত হতে মুন্সিরহাট, সিকচাইল, মেল্লার খাল, পোঁমগাও হয়ে শান্তিরবাজার পর্যন্ত খাল কচুরিপানা মুক্ত করার কাজ শুরু করেছি। গত ১৬ আগস্ট ২০২৫ শনিবার থেকে নাথেরপেটুয়ার ধোপামুড়ি ও সিকচাইল ব্রিজ সংলগ্ন খালে কচুরিপানা অপসারণ এর কাজ শুরু হয়। প্রথমদিন সিকচাইল ব্রিজ থেকে ৫০০ মিটার এবং ধোপামুড়ি প্রান্তে প্রায় ৪০০ মিটার কচুরিপানা অপসারণ করা হয়। পরদিন রবিবার ১৭ আগস্ট ২০২৫ সিকচাইল ব্রিজ হতে মেল্লার খালের প্রায় ১ কিলোমিটার খাল কচুরিপানা মুক্ত করা হয়। আজ তৃতীয় দিনের মতো কার্যক্রম চলেছে এবং সিকচাইল ব্রিজ থেকে মেল্লার খালের প্রায় দেড় কিলোমিটার অংশ কচুরিপানা মুক্ত হয়েছে।
যারা খালের ওপরে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করেছেন অথবা বাঁশের বাঁধ দিয়ে পানি প্রবাহে বাঁধা প্রদান করে ভেয়াল জাল বসিয়েছেন তাদেরকে ইতোমধ্যেই সেসব বাধা অপসারণের নির্দেশনা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তা প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
আপনাদের কারো কারণে যেনো কচুরিপানা অপসারণ বাধাগ্রস্ত না হয়। অন্যথায় দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কচুরিপানা অপসারণ কার্যক্রম চলমান থাকা অবস্থায় সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ