লালমাইর আশকামতা মহিলা দাখিল মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন ও বহুতল ভবনের অনুমোদন জরুরি
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
লালমাই উপজেলায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের আশকামতা গ্রামে কৃতি সন্তান লালমাই উপজেলার গর্ব ও অহংকার,বহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনপ্রিয় জনাব আবদুল ওয়াদুদ তালুকদার এর প্রতিষ্ঠিত আশকামতা মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার ২০২৫ ইং প্রশংসনীয় ফলাফলে গ্রামবাসী সহ লালমাই উপজেলাবাসী অত্যন্ত খুশি। বিগত সরকারের আমলে গ্রামীণ জনপদর অবহেলিত জনগোষ্ঠীর প্রতিষ্ঠানে উন্নয়ন ছোঁয়া লাগেনি। অতি বৃষ্টি হলে ক্লাস করা যায় না। মাদ্রাসার শিক্ষক, কমিটি, অভিভাবক এবং ছাত্রী সকলে মাদরাসার উন্নতি ও সফলতা কামনা করেন ।প্রতি বছরের ন্যায় এ বছরও ফলাফল অনেক ভালো।
লালমাই উপজেলায় এ প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়ন কাজে আনেকটা পিছিয়ে আছে।। Uno Lalmai Cumilla ও UE Lalmai Cumilla মহোদয় মাদ্রাসা টি ভিজিট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সু দৃষ্টি কামনা করছি।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ