লালমাইর ভাঙ্গা সড়কে যান চলাচলে চরম ভোগান্তি
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন উত্তর দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম পাড়া টু চাঁদ কলমিয়া মজুমদার বাড়ি জনপদ টি বেহাল দশা। এলাকার মানুষের কষ্ট কি কেউ দেখে না❓
প্রতিবছর সরকার কোটি কোটি টাকা বাজেট করে রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়নের জন্য। কিন্তু বাস্তবে আমাদের এলাকার চিত্রটা দেখুন! এই রাস্তায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, ড্রেনের ব্যবস্থা নেই, মানুষকে প্রতিদিন কাদা মাড়িয়ে চলাফেরা করতে হয়।
হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করে—স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, বৃদ্ধ মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী সবাইকে এই ভোগান্তির শিকার হতে হয়। অথচ এতো বাজেটের টাকা কোথায় যায়❓ আমাদের এলাকায় কি সেই টাকার কোনো অংশ আসে না, নাকি মাঝপথে কেউ খেয়ে ফেলে❓
👉 আমরা প্রশাসন, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার Uno Lalmai Cumilla ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—
🔴 অতি দ্রুত যেন এ রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা করা হয়।
🔴 রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়।
আমরা নাগরিক, আমরা ট্যাক্স দেই, অথচ আমাদের মৌলিক অধিকারটাই ঠিকভাবে পাই না। এভাবে আর কতদিন মানুষ কষ্ট করবে❓
📌 সরকারের কাছে প্রশ্ন: এই বাজেটের টাকা কোথায় যায়❓ জনগণের টাকায় যদি জনগণেরই রাস্তা না হয় তাহলে সেটা কার জন্য❓
#রাস্তা_সংস্কার #ড্রেনেজ_ব্যবস্থা #মানুষের_অধিকার #প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ করছি
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ