নাঙ্গলকোটের শীর্ষ সন্ত্রাসী খোকা সেনাবাহিনীর হাতে আটক।
এম এ কাদের অপু( কুমিল্লা)
২০২৪ সালের ৫ই আগস্টের দিন থেকে শুরু করে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন এই খোকা।
আজিম মাহমুদ খোকা কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দৌলখাড় উপজেলা বাম গ্রামের মজুমদার বাড়ির আবদুল খালেকের ছেলে।
আজিম মাহমুদ খোকাকে গতকাল তার নিজ বাড়িতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।
৫ই আগস্ট ২০২৪ এর দিন থেকে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে এলাকাবাসী জানান। তার ভয়ে কেউ মুখ খুলতে রাজি না।
সরেজমিনে গিয়ে জানাযায়, এই আজিম মাহমুদ খোকা ৫ আগস্টে লাঙ্গলকোট থানার অস্ত্র লুটের সাথেও জড়িত ছিলো বলে একাধিক সুত্র জানান।
তার এহেন কর্মকাণ্ডের কারনে স্থানীয় এলাকাবাসী আতংকে দিন কাটাচ্ছেন এবং কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। নিরীহ মানুষের উপর নির্যাতনসহ চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড।
নাম প্রকাশ না করার শর্তে এই আজিম মাহমুদ খোকার বিরুদ্ধে কয়েকটি নিরীহ পরিবারের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ করেন।
এইদিকে আটক হওয়া খোকার সাথে আরও কয়েকজন জড়িত আছে বলেও একাধিক সুত্রে জানাযায়।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ