লেডিস্ নিরাপদ বাজার তাহযিব শপ বাগমারা বাজার
মুহাম্মদ আহসান উল্লাহ (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলায় নারীদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে তাহযিব শপ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগমারা সৈয়দপুর রাস্তার মাথায় রূপিয়া কমপ্লেক্সের আল ইসরা মাদ্রাসার নিচতলায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এ শপের উদ্বোধন করা হয়।
‘স্টাইল, যত্ন, প্রয়োজন হোক সবকিছু এক ছাদের নিচে’—এ স্লোগান নিয়ে নারীদের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে স্বল্প মূল্যে শপে রাখা হয়েছে উন্নত মানের বেবি ড্রেস, লেডিস ড্রেস, কসমেটিকস, স্টেশনারিজ, কনজুমার আইটেমসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য।
তাহযিব শপের স্বত্বাধিকারী Masum Billah Shanemadina বলেন, “বাগমারায় আমরাই প্রথম নারী ক্রেতাদের জন্য নারী বিক্রেতা নিয়োগ করেছি। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। একই ছাদের নিচে সবকিছু পাওয়া যাবে সুলভ মূল্যে।”
রূপিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী মাসুদ আলম বলেন, “তাহযিব শপের বিশেষত্ব হলো এখানে নারীদের পোশাক পরিধানের জন্য ট্রায়াল রুম রয়েছে। তারা বাড়ি না গিয়েই এখানেই পোশাক যাচাই-বাছাই করতে পারবেন। পাশাপাশি কোলাহলমুক্ত পরিবেশ ও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে......
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ