নিজে কাঁদলেন! লাকসামের সর্বস্তরের জনগণকে কাঁদালেন ইউ এন ও কাওছার হামিদ
লাকসাম প্রতিনিধি
একজন জনবান্ধব ও সৎ UNO এর টান্সফার নিয়ে লাকসাম উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন হচ্ছে গত কয়েকদিন ধরে। UNO এর পদটি পরিবর্তনশীল একটি পদ এটা সবাইকে বুঝতে হবে। হয়তো উনি স্বাভাবিক নিয়মে টান্সফার হয়েছেন, হয়তো স্বার্থে আঘাত লাগায় কেউ বা কোন গোষ্টি তাকে টান্সফার করেছে। কিন্তু, উনি টান্সফার হতেনই- আজ বা কাল। এ মানববন্ধন, আন্দোলন বা রাস্তা অবরোধ উনার জন্য উল্টো ক্ষতির কারন হতে পারে। উনি অনেক ভালো কাজ করেছেন এবং দখলদারদের বিরুদ্ধে ছিলেন। যারা উনার টান্সফার ঠেকানোর জন্য আন্দোলন ও মানববন্ধন করছেন, তারা পক্ষান্তরে দখলদারদের বিরুদ্ধে আন্দোলন করছেন। যদি তাই হয়, তাহলে যে UNO বা ওসি আপনার এলাকায় আসুক না কেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক না কেন- আপনারা যেখানে যখনই অন্যায় দেখবেন সেখানে আন্দোলন বা প্রতিবাদ করছেন না কেন, তখন সাহস বা আন্দোলন কি লুঙ্গির নিচে লুকিয়ে থাকে???
এখন স্যোসাল মিডিয়ার যুগ, অন্যায় ও দখলদারদের ঘটনার ছবি ও ভিডিও করে ফেসবুকে দিয়ে আন্দোলন বা মানববন্ধন করা যায়। কিন্তু, সেটি না করে আমরা নিরাপদে থেকে সব চাচ্ছি সরকারী কর্মকর্তারা করুক। আমরা গোপনে অন্যায়ের কথা উনাদের দপ্তরে বলে উনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চাই। বলির পাঠা বানাতে চাই উনাদের কিন্তু নিজেকে নিরাপদে রাখতে চাই।
সরকারী কর্মকর্তা আসবে যাবে, কেউ সৎ হবে কিন্তু কোন কাজ করবেনা, কেউ সৎও হবে সাথে জনগনের জন্য কাজ করে যাবে, কেউ অসৎ হবে এবং জনস্বার্থের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু, আপনি আমি এলাকায় থাকবো- যদি আমাদের নিজেদের প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করার সাহস না থাকে তাহলে সরকারী কর্মকর্তারা অল্প কিছুদিনের জন্য এসে কি করবে আপনার বা আমার জন্যে???
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ