গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জুলাই সনদ আইনি ভিত্তি প্রদান ও বিচার শেষে করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি আরো বলেন, আগে যারা নির্বাচন নির্বাচন করছে, তারাই এখন বয়কট বয়কট করেছে। তারা জনগনের রায়কে বিশ্বাস করতে চায় না।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন,
ফ্যাসিস্ট ব্যতিত রাজনৈতিক সকল দলের নেতাকর্মীদের সাথে আমরা সম্মানের সাথেই মিলেমিশে থাকবো।
আমরা হিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিবো। দলমত নির্বিশেষে আমরা সকল ভোটারের কাছে যাবো।
সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তিনি ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের গাইবান্ধা জেলার সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার,আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, নায়েবে আমীর আবুল বারী,জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কাজ্জাবী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারী আশরাফুল ইসলাম রাজু সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ