নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে দলিত সম্প্রদায়ের অধিকার সুরক্ষা ও মৌলিক চাহিদা পূরণকে কেন্দ্র করে রাজধানীর তোফাখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের এক কনসালটেশন সভা।
“দলিত সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবাধিকার সুরক্ষা সম্প্রসারণ” শীর্ষক এ সভার আয়োজন করে মানব উন্নয়ন কেন্দ্র। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করে Taiwan Foundation for Democracy।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবুল বাশার মজুমদার, যুগ্ম মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক এই বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম. হোসাইন আহমদ। ব্যাংক বীমা অর্থ নিউজ এর নির্বাহী সম্পাদক নুরুন্নবী সোহেল
মানব উন্নয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রায় শতাধিক সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, প্রায় তিন দশক ধরে মানব উন্নয়ন কেন্দ্র হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ, আইনের সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচারভিত্তিক গণতন্ত্র রক্ষা, সামাজিক বৈষম্য নিরসন এবং নিপীড়িত জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
প্রান্তিক মানুষের অধিকার আদায়ে সরকারি উদ্যোগ ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করাই সংগঠনের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি তার বক্তব্যে বলেন—
“গণমাধ্যম সমাজের দর্পণ। প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনা, বৈষম্য ও মৌলিক চাহিদা পূরণের লড়াইকে সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। গণমাধ্যমের কলমই পারে এই মানুষদের অধিকারকে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে।”
দৈনিক এই বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম. হোসাইন আহমদ বলেন—
“মানবাধিকার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। দলিত ও প্রান্তিক মানুষকে বাস্তবিকভাবে অধিকারভোগী করতে হবে। আর সে কাজকে শক্তিশালী করতে পারে সচেতন গণমাধ্যম।”
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, প্রান্তিক মানুষের সমস্যাগুলোকে দৃশ্যমান করতে গণমাধ্যমই হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা কেবল সমাজে সচেতনতা সৃষ্টি করবে না, বরং সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও পরিবর্তন আনতে সহায়ক হবে।
এছাড়াও আলোচনায় উঠে আসে
সামাজিক বৈষম্য নিরসনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা,
নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের কৌশল,
ন্যায়ভিত্তিক গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়বদ্ধতা।
সভাটি একদিকে যেমন মানবাধিকার সুরক্ষার বিষয়কে সামনে নিয়ে এসেছে, তেমনি গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ