লালমাই ক্লাবের নেতৃবৃন্দর সাথে ইউএনও হিমাদ্রী খীসা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলার কাঠামোগত উন্নয়ন,নাগরিক সেবা,সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা'র সাথে লালমাই ক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলায় নাগরিক সেবা,সামাজিক শৃঙ্খলা, কাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে মতবিনিময় করেছেন 'লালমাই ক্লাব' এর প্রেসিডেন্ট ড.আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল!
১লা অক্টোবর বুধবার বেলা ১২টায় লালমাই উপজেলা ভবনে ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে ক্লাবের প্রতিনিধি দল লালমাই উপজেলায় সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদক নির্মুল ও খেলাধুলার প্রসার সহ প্রাসঙ্গিক বিষয়ে ইউএনওর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও উপজেলা কেন্দ্রীক নাগরিক সেবা আরো সহজ ও নিরাপদে প্রাপ্তির ক্ষেত্রে এবং স্বাস্থ্যবান নাগরিক গড়তে ক্লাবের বিভিন্ন পদক্ষেপের কথা ইউএনও বরাবর উত্থাপন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সামাজিক উন্নয়নে যেকোনো কার্যক্রমে আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা.এম রবিউল আলম,দপ্তর সম্পাদক নোমান হোসাইন,প্রচার সম্পাদক মাসউদুল হাসান মজুমদার,পাঠাগার সম্পাদক মাইনউদ্দিন মুন্না, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কবির হোসাইন,সাংস্কৃতিক সম্পাদক নেসার উদ্দিন মিশু।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ