রিপোর্টার, কুমিল্লা।।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।
পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় ।
অপরদিকে টাউন হল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ন্যাশনাল ডক্টর ফোরাম কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবার।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ