মোঃ আহছানউল্লাহ - ষ্টাফ রিপোর্টার
▶️ ভানুয়াতু উপকূলে সাত দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মুহূর্তটি একটি গ্যারেজে নিরাপত্তা ফুটেজে ধারণ করা হয়েছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর।
স্থানীয় সময় দুপুরে একটার কিছু আগে দেশটির বৃহত্তম শহর পোর্ট ঢিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভানুয়াতু আশিটি দ্বীপের একটি পুঞ্জ। এখানে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করে। ভূমিকম্পটি সেখানকার বৃহত্তম শহর পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।
এরপর একই স্থানের কাছে একটি আফটারশক হয়। বিকেল এবং সন্ধ্যাজুড়ে কম্পন অব্যাহত ছিল।
টেলিফোন লাইন ও সরকারি ওয়েবসাইট বন্ধ থাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ( এপি)
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ