রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা কার্চ সেতুতে গত শনিবার বিস্ফোরণের ঘটনায় আটজনকে আটক করার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন রুশ এবং বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।
সংস্থাটি আরও বলেছে, কার্চ সেতুতে হামলার নেপথ্যে ছিল কিয়েভ। এদিকে কার্চ সেতুতে বিস্ফোরণের ঘটনাটি নিয়ে রাশিয়ার তদন্তকে ‘অর্থহীন’ বলছেন ইউক্রেনের কর্মকর্তারা। সেতুটিতে বিস্ফোরণ হওয়ার পর থেকে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা দাবি করে আসছেন, এটি ছিল সন্ত্রাসী হামলা।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ