কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
৩০শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে কুমিল্লা শহরজুড়ে Steps 2 Walk এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ও কুমিল্লা মেডিকেলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই আয়োজনে পাশে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান (কুম-২৯), Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া (কুম-৩৩), ফয়সাল জাহান (কুম-৩৩), আব্দুল আজিজ তামিম (কুম-৩৩) সহ আরও অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, "এই ঘন কুয়াশার রাতে, কনকনে শীতে এরচেয়ে ভালো কাজ আর হতে পারে না। নিঃসন্দেহে কম্বল বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ ও মহৎ কাজ। আমাকে এই আয়োজনের অংশীদার করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তারুণ্যের বাংলাদেশ হবে সাম্যের, ইনসাফভিত্তিক ও মানবতার; এটাই আরেকবার মনে করিয়ে দিল Steps 2 Walk এর একদল তরুণ যুবকরা,
রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান বলেন, "শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষভাবে ধন্যবাদ Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক দলকে। যারা এই পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন। আমাদের কাজ এখানেই শেষ নয়। মানবতার জন্য কাজ করা আমাদের একটি চলমান দায়িত্ব। আমরা সবাই মিলে এই শীত মৌসুমে আরও বেশি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ।"
Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া বলেন, "মানবেতর জীবন-যাপন করা আমাদের আশেপাশে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল্য উদ্দেশ্য। আমরা আমাদের কাজে-কর্মে প্রমাণ করতে চাই— মানুষের জন্য মানুষ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।"
কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে এই কার্যক্রম শেষ হয়। আয়োজকদের পরিকল্পনা আরও কয়েকটি এই কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ