মু. হারিসুর রহমানঃ-
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার কুমিল্লার ইতিহাসে প্রথমবারের মতো কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল & কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের গ্র্যান্ড-রিইউনিয়ন! এতে পার্টিসিপেট করবে এসএসসি ও এইচএসসি ১৯৮৮-২০২৪ সালের হাজার হাজার তাইমিয়ান্সদের গ্র্যান্ড রিইউনিয়ন।
কুমিল্লা ইবনে তাই মিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী সংগঠন তাইমিয়ান্স রিইউনিয়ন বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে,১০ জানুয়ারী ২০২৫
২০১৭ সালে ইন্ডিয়ার একটি স্কুলে ৪২৬৮ জন প্রাক্তন ছাত্র ছাত্রী রেজিষ্ট্রেশন করে একএিত হতে সক্ষম হয়েছে । ইবনে তাই মিয়া স্কুল এন্ড কলেজ তাইমিয়ান্সের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতেপারি তাদের প্রায় (৬০০০)ছয় হাজারেরও বেশি রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পথে যাহা সারা বিশ্বে সর্বোচ্চ রেকর্ড হতে যাচ্ছে।
তাইমিয়ান্স গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ এর অনুষ্ঠানসূচী*
৮ঃ০০ র্যালী (টাউন হল থেকে স্টেডিয়াম)
৯ঃ০০ স্বাগতম ও অনুষ্ঠান উদ্বোধন
৯ঃ১০ কোরআন তেলাওয়াত
৯ঃ২০ জাতীয় সঙ্গীত
৯ঃ৩০ উদ্বোধনী বক্তব্য
৯ঃ৪০ পরলোকগত ও অসুস্থ তাইমিয়ান্স এবং দেশের সকল শহীদদের জন্য দোয়া
৯ঃ৫০ হামদ
১০ঃ০০ অধ্যক্ষের বক্তব্য
১০ঃ ১০ নাত-ই রাসুল
১০ঃ২০ প্রধান উপদেষ্টার বক্তব্য
১০ঃ৩০ দেশের গান
১০ঃ৪০ সংক্ষিপ্ত পরিচিতি (প্রতি ব্যাচ, শিক্ষক)
১১ঃ০০ প্রবাসী তাইমিয়ান্সদের ভিডিও প্রদর্শন
১১ঃ১০ কবিতা আবৃত্তি
১১ঃ২০ অসুস্থ তাইমিয়ান্সদের জন্য সাহায্যের আবেদন
১১ঃ৩০ গান
১১ঃ৪০ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও সম্পাদনা পর্ষদের বক্তব্য
১১ঃ৫০ স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
১২ঃ১০ থিম সং প্রদর্শন
১২ঃ২০ এডমিনের বক্তব্য
১২ঃ৩০ থেকে ২ঃ৩০ নামাজ ও খাবারের বিরতি
২ঃ৩০ থেকে ৫ঃ০০ ক্রীড়া প্রতিযোগিতা (মাঠে)
২ঃ৩০ থেকে ৪ঃ৩০ সাংস্কৃতিক প্রতিযোগিতা (স্টেজে)
(নামাজের বিরতি, ফটো সেশন সহ)
৫ঃ৪৫ থেকে ৬ঃ০০ ফ্যাশান শো (চমক)
৬ঃ০০ থেকে ৬ঃ ১৫ দুই স্বনামধন্য তাইমিয়ান্সের মধ্যে বিতর্ক
৬ঃ১৫ থকে ৭ঃ০০ র্যাফেল ড্র
৭ঃ০০ থেকে ৯ঃ০০ ব্যান্ড শো
সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ