----------------------------------------------
১০ জানুয়ারী ২০২৫, জুমাবার।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের (বি-২২২৩) উদ্যোগে সংগঠন টির নিজস্ব কার্যালয়ে অঞ্চল সভাপতি ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব কবির আহমেদ এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শামসুল ইসলাম।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর পরিচালনায় আর ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি আবদুস সবুর ও ইদ্রিস আলী।
এ ছাড়া আর ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সিলেট অঞ্চল সভাপতি এড. জামিল আহমেদ রাজু, কুমিল্লা অঞ্চল সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, ঢাকা দক্ষিণ অঞ্চল সভাপতি খিজির আবদুস সালাম সহ নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই আগস্ট বিপ্লবে যে পরিবর্তন এসেছে তার দাবি হচ্ছে সকল সেক্টর থেকে চাঁদাবাজি দূর করা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের চাঁদাবাজি মুক্ত হয়েছে তা বলা যায় না। পরিবহন সেক্টরে কর্মরত প্রায় এক কোটি শ্রমজীবী তাদের জীবনমান সেক্টরের শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেওয়া।
পরিবহন শ্রমিকদের পরিবার-পরিজনের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা সময়ের দাবী।
সম্পাদনা পরিষদ -
প্রধান উপদেষ্টা : অধ্যাপক শফিকুল আলম হেলাল
প্রধান সম্পাদক : মোঃ মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারিসুর রহমান
নির্বাহী সম্পাদক : এম এফ ইসলাম মিলন
ঠিকানা : মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল : +88 018 2440 4444
© All rights reserved 2024 সংবাদ সারাদেশ