1. admin@songbadsaradesh.com : songbad :
বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ দল। - সংবাদ সারাদেশ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:২৩|
শিরোনাম :
ভুয়া ডাক্তার ও প্রতারণামূলক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টের ৩০ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন হারানো বিজ্ঞপ্তি বরুড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার মুকুন্দপুরে অগ্নিকান্ডে গবাদিপশু ও বসতঘর পুরে ছাই বরুড়ায় সেচ্ছাসেবীদের মিলনমেলা শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করলেন নুরুজ্জামান বেপারী সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ,ফ্যাসিস্টের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে —মাওলানা হাবিবুর রহমান দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা!মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন

বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ দল।

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০ টাইম ভিউ

বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ দল।

“হুমায়ুন কবির চৌধুরী ”
ঢাকা প্রতিনিধি
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচের ‘লিগ্যাল লিজেন্ড’ ডিবেট দল। গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা একই বিভাগের ৫৪তম ব্যাচের ‘ইরিপ্রোচেবল’ দলকে পরাজিত করে এ সম্মান অর্জন করে।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের যুক্তি, বিশ্লেষণ ও আইনি দক্ষতার ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।

ফাইনাল বিতর্কে বিতার্কিকদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করেন মুনতাসির রাব্বি, যিনি প্রাঞ্জল ও তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের যুক্তিগুলোর সুক্ষ্ম বিশ্লেষণ ও সমালোচনা করে ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতায় অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাদিয়া আক্তার মিম “ডিবেটার অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন। তিনি যুক্তি উপস্থাপন ও কৌশলগত দক্ষতায় বিচারকদের মনোযোগ কাড়েন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মাহাবুবুল হক। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,“আইনশাস্ত্রের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবীর এবং ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আল-আমিন হোসাইন, হেড অব চেম্বার, দ্য ডিফেন্স কাউন্সিল, মোল্লাহ মো. আশরাফ আল ইমরান, প্রভাষক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মিস রিচিতা আকতার, প্রভাষক, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যাডভোকেট কে এম নাসির উদ্দিন, অ্যাসোসিয়েট, লিগাল পয়েন্ট।

উল্লেখ্য, গত ২৩ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories

© All rights reserved 2024 সংবাদ সারাদেশ