লাকসাম পশ্চিমগাঁও দরগা মসজিদের ভুয়া ইমাম ইয়াবা সহ আটক।
এম এ কাদের অপু
ঘটনাটি ঘটেছে,১০/০৬/২০২৫ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।
আসামী গত ০৩ বছর লাকসাম শহরের পশ্চিমগাঁও দরগা মসজিদের প্রধান ইমামের দায়িত্ব পালন করে আসছেন। ঐ মসজিদের তার সহকারী ইমাম সেলিম ও মোয়াজ্জিন সোনা আলী সহ তিনজনই রোহিঙ্গা বলে তিনি জানান। লাকসাম মসজিদের দায়িত্ব পালনকালীন আসা-যাওয়ার মাঝে তিনি ইয়াবা পাচার করেন, সে এখন কক্সবাজার থেকে তার কর্মস্থল লাকসামে যাচ্ছিলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি টিম সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন শাহ আমানত সেতু এর পূর্ব পার্শ্বে পূরবী বাসে অভিযানে আসামী শেখ মোহাম্মদ কে ৫,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।
আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) শেখ আহম্মদ (৩১)(গ্রেফতার), পিতা: আব্দুল গফুর প্রকাশ আমিনুল হক, মাতা: ফাতেমা বেগম, স্ত্রী: ইয়াছমিন বেগম, সাং: লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২৪, শেড নং – ৭০, রুম নং ৩০৪, ৩০৫; এফসিএন নং – ২৫৭৮৯৪, হেড মাঝি: খৈয়াজ মুরুব্বী, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
(( বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার আসামীর কাছ থেকে পাওয়া তথ্যটি প্রকাশ করেন ))