দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জের দেড় ঘন্টা ধরে সড়ক অবরোধ
সাজাদুর রহমান সাজু
স্টাফ রিপোর্টার
রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের প্রস্তাবিত এলাকায় দ্রুত বাস্তবায়নের দাবীতে দেড় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে ছাত্র- জনতা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই ধারে শতশত যানবাহন আটকা পড়ে।
গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু ডা. জাহাঙ্গীর আলম ডাবলু,নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ রায়হান,আবু মস্তান,,শিক্ষক নেতা আব্দুল সালাম,ছাত্র নেতা মনির হোসেন,যুব নেতা ওমর ফারুক,কৌশিক আকন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাকসুদ রহমান মাকসুদ,,অয়ন সুলতান সুলতান,মোস্তাকিম সজিব সহ আরও অনেকে দ্রুত ইপিজেড বাস্তবায়নে দাবী তুলে ধরে ইপিজেডের বাঁধা প্রদানকারীদের গ্রেফতারের দাবি জানান।
দীর্ঘক্ষন অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পরে।
মহাসড়কে অবরোধ দীর্ঘায়িত হলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে আন্দোলন দিন-দিন দীর্ঘ হচ্ছে।আন্দোলনকারীরা লং মার্চ সহ কঠোর কর্মসূচী পালন করবেন বলে জানান।
এদিকে, ঘোষিত মানববন্ধনের প্রতিক্রিয়ায় কথিত সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের কাটা মোড় নামক স্থানে মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে।