পাঁচবিবিতে ৫০ বছর পর বেদখলমুক্ত হলো সরকারি রাস্তা
মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল ও ধরঞ্জী মৌজার ফসলি মাঠে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলমুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
৩ জুলাই সকালে তিনি সরেজমিনে গিয়ে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে রাস্তার দখলমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজা আরেফিন, সার্ভেয়ার সুরাইয়া জান্নাত, নাজির মেহেদী হাসানসহ অনেকে।
জানা যায়, ব্রিটিশ আমলে রেকর্ডভুক্ত এ রাস্তা একসময় কৃষক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে সময়ের সঙ্গে গুরুত্ব হারিয়ে রাস্তা স্থানীয়দের দখলে চলে যায়। আধুনিক কৃষিকাজে যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় পুনরায় রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিলে কৃষকরা দাবি জানান।
কৃষকদের দাবির প্রেক্ষিতে ইউএনও রোমানা রিয়াজের নির্দেশনায় এসিল্যান্ড বেলায়েত হোসেন দ্রুত ব্যবস্থা নেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সরকারি বরাদ্দে রাস্তা উন্নয়নের দাবি জানান।