খোশবাস উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ পারভেজ হোসেনের কৃতিত্বে গর্বিত পুরো এলাকা**
মু. হারিসুর রহমান – নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন করেছে নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমান (হাবু) এর পুত্র মোঃ পারভেজ হোসেন। তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নারায়ণপুর গ্রাম ও খোশবাস উচ্চ বিদ্যালয়ের গৌরব বাড়িয়ে দিয়েছেন।
তার এ অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি ও শুভেচ্ছা জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন খোশবাস ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান, যুবনেতা আবু সাঈদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
শুভেচ্ছা অনুষ্ঠানে পারভেজের বাবা হাবিবুর রহমান হাবু খোশবাস উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তার সন্তানের জন্য দোয়া কামনা করেন।
অন্যদিকে, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়েছে।