সাহার পদুয়ার চেয়ারম্যান পুল এলাকায় দুইশত পিচ ইয়াবা সহ তিনজন আটক
বরুড়া প্রতিনিধি: আবদুল বাসার
কুমিল্লা জেলার বরুড়ার সাহার পুদুয়া চেয়ারম্যানপুল সংলগ্ন এলাকায় দুইশত পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক!
থানা সূত্রে যানা যায় গতকাল রাত আনুমানিক বারটায় বরুড়া থানা পুলিশ ২০০ পিচ ইয়াবা সহ বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভংগুয়া গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন, মেড্ডা গ্রামের নজরুল ইসলাম কুমিল্লার সদর উপজেলার শাসনগাছা এলাকার আরাফাত হোসেন নামের মোট তিন জন কে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।