মার্সেল কোম্পানির ক্যাম্পেই সিজন ২২ এর বাংলাদেশের প্রথম বিজয়ী কুমিল্লার ছেলে আহসান উল্লাহ
শাহজালাল ভুঁইয়া সজিব
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফরগ্জ বাজারের সনির্ভর ইলেকট্রনিক এর মালিক আহসান উল্লাহ প্রথম বিজয়ী হয়ে বলেন
প্রিয় মার্সেল কোম্পানিতে ব্যাবসা করে আজ
আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে এই মর্যাদাপূর্ণ লোকাল ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২ এর বাংলাদেশ ব্যাপী ১ম স্থান
পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিই অভিভূত এবং সম্মানিত।
এই পুরস্কারটি আমার জন্য অনেক বড় একটি বিষয়, যা আমার কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাবে।
এই পুরস্কারটি পাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বিশেষ করে,
জনাব মো:মতিউর রহমান স্যার (হেড অফ বিজনেস),
জনাব মো:নুরুল ইসলাম রুবেল স্যার (ইনচার্জ, মার্সেল সাউথ)
জনাব মো:মীর হোসেন মিলন স্যার (ডিভিশনাল সেলস ম্যানেজার),
জনাব মো:আসাদুজ্জামান স্যার (রিজিওনাল সেলস ম্যানেজার) ।
আমি সবসময় চেষ্টা করব আমার কাজের মাধ্যমে এই পুরস্কারের মর্যাদা রাখতে এবং সমাজের জন্য কিছু করতে।
ধন্যবাদান্তে,
স্বনির্ভর ইলেকট্রনিক্স গ্যালারি
মুদাফরগঞ্জ বাজার,
লাকসাম, কুমিল্লা।
প্রো :মো:আহসান উল্লাহ