মু.হারিসুর রহমান কুমিল্লাঃ-
রাষ্ট সংস্কারের জন্য ইসলামি শ্রমনীতি কার্যকর করা জরুরী – এড. আতিকুর রহমান।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাডারেশন কুমিল্লা অঞ্চলের বার্ষিক দায়িত্বশীল সমাবেশে এই সমস্ত কথা বলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা অঞ্চলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বার্ষিক দায়িত্বশীল সমাবেশ ২২ জানুয়ারী ২৫, বুধবার অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও অঞ্চল সহকারী পরিচালক আবদুস সালামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।
এ সময় আর ও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সভাপতি এড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, কুমিল্লা উত্তর সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম, ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভুঁইয়া সহ নেতৃবৃন্দ।