মোঃ শহীদুল ইসলাম ঃ- লাকসাম মনোহর গন্জ প্রতিনিধিঃ-
কুমিল্লা, ২৯ জানুয়ারি: জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা সাংগঠনিক বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুমিল্লায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ হারিসুর রহমান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, সাংগঠনিক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকতা পেশার উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
—প্রেস বিজ্ঞপ্তি