শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাসাসের নেতাকর্মীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা জাসাসের আহবায়ক এ্যাড. সুলতান নাসির ও সদস্য সচিব মনজুর হাসানের
নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক সহ কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ শেষে ঐ এলাকাতেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাসাস এর সভাপতি সজল মোল্লা, সাধারণ সম্পাদক রানা মোল্লা, পৌরসভা জাসাস এর সাধারণ সম্পাদক সোহাগ ঢালী সহ জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করতে ভিন দেশে পলাতক অবস্থায় কর্মসূচির ঘোষণা করছে। রাতের আধাঁরে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে চায়। আমরা বিএনপি ও জাসাস নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ এটাকে প্রতিহত করবো।
এছাড়াও ৫ তারিখের পর তাদের অস্তিত্ব এই দেশ থেকে বিলীন হয়ে গেছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। তাই আমরা আওয়ামীলীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার ফাঁসির দাবি করছি।