শরীয়তপুর প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে ১২ ফেব্রুয়ারী ২০২৫ থেকে শুরু হওয়া রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপি’র উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩ টায় শরীয়তপুর পৌরসভা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার।
সেই সমাবেশ সফল করার লক্ষে রবিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে প্রস্তুতি সভা এবং পরে সমাবেশ স্থল পরিদর্শন করেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।