মো মহসিন,বেগমগঞ্জ
নোয়াখালী
বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী বেগমগঞ্জ স্কুলের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার
উদ্বোধন করেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি ও বেগমগঞ্জ স্কুল অ্যালামনাই এসোসিয়েশন সহসভাপতি মোরশেদুল আমিন ফয়সল।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম রহমান।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ফরিদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ। ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক। অ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক মনজুরুল হাসান শিমু সহ
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্ত প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন নির্বাহী অফিসার।