মো মহসিন, বেগমগঞ্জ, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার মহসিন উদ্দিন নামে যুবকের পরিবার। রাতে দুর্বৃত্তদের হামলা বসতবাড়ি ব্যাপক ভাংচুর, মহসিনকে খোজে না পেয়ে অমানবিক নির্যাতন করে বাড়ির লোকজনদের , পরে লুটপাট করে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার স্বর্ণ ও নগদ অর্থ।
ঘটনাটি ঘটে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার
৮নং সোনাপুর ইউনিয়নের ছেলামত উল্লাহ মাস্টার বাড়িতে।
সরেজমিনে গিয়ে জানা যায় জাহাঙ্গীর আলমের ছেলে মহসিন উদ্দিন দীর্ঘদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সক্রিয় কর্মী ছিল।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রথম সারির কর্মী হওয়া সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন দীর্ঘদিন যাবত।
তাই তার বিরোধী রাজনৈতিক শক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অতর্কিতভাবে তার পরিবারের উপর নির্যাতন ও বাড়িঘর ভাংচুর করে বলে ধারণা করে এলাকাবাসী।
এই সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রামদা ইত্যাদি ছিল। তবে রাতের আধার থাকায় কাউকে চিনতে পারেনি।
মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে খুজতে এসে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে বাড়িঘর ভাংচুর এবং পরিবারের উপর নির্যাতন ও ব্যাপক লুটপাট করে বলে ধারণা করা হয়।
হামলার বিষয়ে সোনাইমুড়ী মডেল থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে জানা শুনেছি গতরাতে সোনাপুরে একটি বাড়িতে হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দাখিল করেনি। কেউ অভিযোগ দিলে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।