জুলাই যুদ্ধা ও মাইলস্টোনে দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতায় দোয়ার আয়োজন
মোঃ আবদুল আউয়াল সরকার,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
জুলাই যুদ্ধা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়
কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই ২০২৫ খ্রিঃ) সকালে কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)
ঠাকুরপাড়া,কুমিল্লায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডাঃ ফারিশা মজুমদার, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার,প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম,মোঃ ওয়াহিদ উল্লাহ, রফিক তপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সমাপ্তির পূর্বে নিহতের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।