প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান
মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।
প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে, জনগনের প্রত্যাশিত নির্বাচন যথাসময়ে দিয়ে দেশকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান সৌদি আরব বিএনপির পশ্চিমাঞ্চল সভাপতি ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মান্নান।
তিনি আজ দুপুরে সোনাইমুড়ী অম্বরনগর নিজ বাড়িতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের সময় সাংবাদিকদের এই কথা বলেন।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আগামীতে জাতীয়তাবাদী শক্তি সবাই হাতে-হাত কাঁধে-কাধ মিলিয়ে কাজ করার সহযোগিতা চান।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অম্বরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ মাসুদ।
অম্বরনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য ইন্জিনিয়ার সলিমউল্লাহ সেলিম।
অম্বরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শাহজালাল
অম্বরনগর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ সোবহান সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।