হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির
নাজমুল সাদ,হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল সাদ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ রাসেল,উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান,
শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।