লালমাই উপজেলায় বিদ্যা বিকাশের ২০তম পাঠাগারের কার্যক্রম শুরু
মুহাম্মদ আহসান উল্লাহ (কুমিল্লা)
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যা বিকাশের ২০ তম পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে।
শিশু শিক্ষার্থীদের বইমুখী করতে এবং বিদ্যালয়গুলির পাঠাগারের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে বুধবার (৬ আগস্ট) দুপুরে উত্তর ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগমের কাছে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের শতাধিক বই হস্তান্তর করেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যা বিকাশ পাঠাগারের কো-অর্ডিনেটর সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।