শিক্ষার মান উন্নয়নে কঠোর অবস্থানে বাগমারা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ
মুহাম্মদ আহসান উল্যাহ( কুমিল্লা)
কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় চত্বর ও গেটসংলগ্ন এলাকায় বখাটেপনা, উত্যক্ততা, মাদকসেবীদের আড্ডা ও সন্দেহজনক চলাফেরা বন্ধে থানায় লিখিতভাবে চিঠি দিয়েছে এবং গেইটে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়েছে।
এছাড়া বিদ্যালয়ের নিয়মিত পাঠ কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন করা হচ্ছে। অর্ধবার্ষিকী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়েছে, যাতে বার্ষিক পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত হয়।বিদ্যালয়ের গেইটে টানানো বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে—প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত একাডেমিক কার্যক্রম চলবে। বিকেল ৪টা ২০ থেকে মাগরিবের আজান পর্যন্ত মাঠ উন্মুক্ত থাকবে খেলাধুলার জন্য। এই সময়সীমার বাইরে বা ভেতরে বখাটেপনা, দলবদ্ধ আড্ডা, মাদকসেবী চলাফেরা ও উত্যক্ততা কঠোরভাবে নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৬ আগষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক লিখিতভাবে লালমাই থানার ওসিকে বিদ্যালয় এলাকায় পুলিশি নজরধারি বাড়াতে চিঠি দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ বলেন, “শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে রাতের বেলায় বহিরাগতদের আনাগোনা রোধে থানায় লিখিতভাবে জানিয়েছি।”বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সব ক্ষেত্রে শৃংখলা ফিরিয়ে আনতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় স্কুল ক্যাম্পাসে রাতের বেলায় মাদক সেবন ও বখাটেপনা বন্ধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে বিদ্যালয়ের মেইন ফটকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়কে নজরদারীর অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির হারানো সুনাম ফিরিয়ে আনতে আমরা এলাকার সকল শ্রেণি -পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, বখাটেপনা ঠেকাতে স্কুল কর্তৃপক্ষ অবহিত করে