বরুড়ায় জামায়াতে ইসলামীর ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে গন মিছিল
মোঃ হারিসুর রহমান , স্টাফ রিপোর্টার, বরুড়া:-
বরুড়ায় জামায়াতে ইসলামীর ৩৬ জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে গন মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে সকাল ১০টায় ৩৬ জুলাই অভ্যুত্থান উপলক্ষে ১ম বিজয় ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৮ বরুড়া আসনের আগামীর সংসদ সদস্য প্রার্থী ঐতিহ্যবাহী কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। এদিন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক কামারুজ্জামান সোহেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া পৌরসভা শাখার আমীর অধ্যাপক শাহজালাল আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া পৌরসভা সহকারী সেক্রেটারী কাজী খোরশেদ আলম পাটোয়ারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা সহকারি সেক্রেটারী ডাক্তার মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরুড়া উপজেলা শাখার সভাপতি মু.ফরহাদ হোসেন। কর্মসূচীর সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলার আমীর মাওলানা শাহাদাত হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া পৌরসভা শাখার সেক্রেটারি মু আনোয়ার হোসাইন, সঞ্চালনায় এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখার সেক্রেটারি
মাওলানা আবুল কাশেম, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বরুড়া সানরাইজ স্কুল থেকে গন মিছিলটি শুরু করে বরুড়া বাজারের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পূনরায় সানরাইজ স্কুলে কর্মসূচির সমাপ্তি করে সংগঠন টি।