সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন
আহসান উল্যাহ (কুমিল্লা)
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার ( ৯আগস্ট) বিকাল ৩ টায় লাকসাম পৌর শহরের হাউজিং মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লাকসাম প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সহ সভাপতি ও কালবেলা প্রতিনিধি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এম.এ মান্নান, অর্থ সম্পাদক ও বাংলা কাগজ প্রতিনিধি শহীদুল ইসলাম শাহিন,দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, আমোদ প্রমোদ ও আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ফখরুজ্জামান পাটোয়ারী,প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফ্রাতুল করিম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সবুজ, পাঠাগার সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ, সদস্য নুর আলম মানিক, মামুন আলম (রিপন) খোরশেদ আলম, সৌরভ হোসেন, রিয়াদ হোসেন,ফাতেমা আক্তার আঁখি, সাদ্দাম হোসেন,আবদুল মন্নান,আলমগীর হোসেন,পেয়ার আহমেদ, আহছান হাবীব, শফিকুল ইসলাম রিপন, আবদুর রহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।