লালমাইর চৌকনন্দী যুব আলোড়ন উন্নয়ন সংঘের উদ্যোগ একশত বিশটি ফলজ গাছ রোপণ করা হয়
মুহাম্মদ আহসান উল্যাহ (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলার চৌকনন্দী যুব আলোড়ন উন্নয়ন সংঘের উদ্যোগে গত শুক্রবার পেরুল উত্তর ইউনিয়নের চৌকনন্দী গ্রামে ১২০ টি ফলজ গাছ রোপণ করা হয়।এসময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। চৌকনন্দী যুব আলোড়ন সংঘের সভাপতি ডা. শামীম চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ডা. পলাশ দাস, মো. দুলাল, জামায়াত নেতা ফারুক আহমেদ, দূদক কর্মকর্তা মো. সাইফুল, মো. আনোয়ার, প্রবাসী বাহার চৌধুরী, সনজিৎ, চন্দন সহ যুব আলোড়ন উন্নয়ন সংঘ পরিচালিত ফ্রি কোচিং সেন্টারের ছাত্রছাত্রী।