শরীয়তপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সঙ্গে শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ৯ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, মানবজমিনের শেখ খলিলুর রহমান, যুগান্তরের কেএম রায়হান কবীর সোহেল, চ্যানেল আইয়ের এস,এম মজিবুর রহমান, নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী, প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, চ্যানেল ২৪’র নুরুল আমিন রবিন, এনটিভির আব্দুল আজিজ শিশির, এখন প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, সময় টিভির বিএম ইস্রাফিল, দিনকালের মো. আল-আমিন শাওন, আমাদের সময়ের মো. রোমান আকন্দ, নিরপেক্ষের জামাল মল্লিক, নিউ এইজের এমবি কাজী নাসির, ইন্ডিপেন্ডেন্ট টিভির সগীর হোসেন, ডিবিসির রাজিব হোসেন রাজন, কালেরকন্ঠের শরীফুল আলম ইমন, যমুনা টিভির এস,এম শাকিল, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ, নিউজ ২৪’র বিধান মজুমদার, ডেইলী স্টারের জাহিদ হাসান রনি, ইনকিলাবের মেহেদী হাসান, ঢাকা মেইলের আল-আমিন সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।