কুমিল্লার দুই তরুণ ভিন্নধর্মী উদ্যোগে ছড়িয়ে দিচ্ছেন পরিচ্ছন্নতার বার্তা।
মুহাম্মাদ আহসান উল্যাহ (কুমিল্লা)
ককুমিল্লা দু তরুণ শরীরে প্লাস্টিকের বোতল, সিগারেটের প্যাকেট ও নানা বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে তারা ঘুরে বেড়াচ্ছেন শহরের নানা প্রান্তে।
তাদের এই ব্যতিক্রমী প্রচারণার মূল উদ্দেশ্য—মানুষকে ভাবিয়ে তোলা যে, আজ যেসব বর্জ্য আমরা ফেলে দিচ্ছি, আগামীতে সেগুলোই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা।
এখনই সময় সচেতন হওয়ার, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার।
♻️ পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন
🚯 বর্জ্যকে রিসাইকেল করুন, প্রকৃতিকে রক্ষা করুন
🌱 আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা