বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত ।
নিজস্ব প্রতিবেদক
বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ সকাল ১১ ঘটিকায় বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক ডেসটিনি বরুড়া উপজেলা প্রতিনিধি রোটাঃ ওমর ফারুকের সঞ্চালনায় ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনাম পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি ইকরামুল হকের সার্বিক তত্ববধানে প্রধান অতিথি হিসেবে –
উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া পৌরসভার প্রশাসক নূএমং মারমা মং উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক,
কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর ষ্টাফ রিপোর্টার জাহিদ হাসান ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিন কাদির উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক স্টাফ রিপোটার মোঃ ছিদ্দিকুর রহমান।বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা। নির্বাহী সদস্য ওমর ফারুক মোল্লা, সদস্য মোঃ জহিরুল ইসলাম, লিটন চন্দ্র মজুমদার।
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ সহ বিভিন্ন প্রজাতির কয়েকশত চারা বিতরণ করা হয়।